এনআইডি একাউন্ট লক হয়ে গেছে? অ্যাকাউন্ট নিবন্ধন করতে পারছেন না? NID অ্যাকাউন্ট লক হলে করণীয় কি বিস্তারিত জানতে পারবেন এই পোস্টে।
এনআইডি একাউন্ট নিবন্ধন করার সময় তিনবার ভুল ঠিকানা নির্বাচন করলে একাউন্ট লক হয়ে যায়। একাউন্ট লক হলে ভোটার আইডি কার্ড ডাউনলোড বা আইডি কার্ড সংক্রান্ত কোনো সেবা নেয়া যায়না। এই অবস্থা থেকে উত্তরণের উপায় নিয়ে এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
তো চলুন, NID একাউন্ট লক হলে করণীয় কি এবং কিভাবে একাউন্ট আনলক করতে হয় বিস্তারিত জেনে নেয়া যাক।
এই পোস্টের বিষয়বস্তু
NID একাউন্ট লক হলে করণীয় কি
NID একাউন্ট লক হয়ে গেলে ৭ দিন অপেক্ষা করে কিংবা এনআইডি হেল্পসেন্টারে কল দিয়ে একাউন্ট আনলক করে দেয়া যায়। এছাড়া, নির্বাচন কমিশন অফিসে উপস্থিত হয়েও একাউন্ট আনলক করে নেয়া যায়। এই তিনটি পদ্ধতির যেকোনো একটি অনুসরণ করে আপনার এনআইডি একাউন্টটি আনলক করতে পারবেন।
তবে, ভোটার একাউন্ট নিবন্ধন করার সময় সঠিক ঠিকানা নির্বাচন করলে এই সমস্যার সম্মুখীন হতে হবেনা। যেহেতু একাউন্ট লক হয়ে গেছে, এখন আনলক করার পদ্ধতিগুলো জেনে নেয়া যাক।
এনআইডি একাউন্ট আনলক করার পদ্ধতিগুলো হচ্ছে —
- একাউন্টে ৭ দিন লগইন না করা
- এনআইডি হেল্পসেন্টারে কল দেয়া
- নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করা
এই তিনটি পদ্ধতি অনুসরণ করে আপনার লক হয়ে যাওয়া NID Account Unlock করে নিতে পারবেন। পদ্ধতিগুলো নিম্নে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে।
একাউন্টে ৭ দিন লগইন না করা
এনআইডি একাউন্ট লক হয়ে গেলে একাউন্টে ৭ দিন লগইন করার চেষ্টা না করে ফেলে রাখা হলে একাউন্টটি আনলক হয়ে যায়। এনআইডি একাউন্ট রেজিস্টার করার সময় যদি আপনার একাউন্টটি লক হয়ে যায়, তাহলে একাউন্টটি এক সপ্তাহ ফেলে রাখুন।
এতে করে, আপনার লক হয়ে যাওয়া একাউন্ট অটোমেটিক আনলক হয়ে যাবে। এছাড়া, আপনি চাইলে নিম্নোক্ত দুইটি পদ্ধতির যেকোনো একটু অনুসরণ করেও আপনার এনআইডি একাউন্টটি আনলক করে নিতে পারবেন।
এনআইডি হেল্পসেন্টারে কল দেয়া
এনআইডি হেল্পসেন্টার 105 নাম্বারে কল দিতে হবে। এরপর, তাদেরকে জানাতে হবে যে আপনার এনআইডি একাউন্টটি লক হয়ে গেছে। তাহলে, তারা আপনার এনআইডি কার্ডের নাম্বার বা ফরম নাম্বার, পিতা-মাতার নাম, জন্ম তারিখ এবং ঠিকানা সহ বেশ কিছু তথ্য জানতে চাইবে।
তাদেরকে সঠিক তথ্য প্রদান করুন। এরপর, তারা আপনার দেয়া তথ্য যাচাই করে দেখবে সঠিক তথ্য দিয়েছেন কিনা। অতঃপর, আপনার একাউন্টটি আবারও আনলক করে দিবে। একাউন্ট আনলক হলে নতুন করে NID একাউন্ট নিবন্ধন করতে পারবেন।
নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করা
আপনার এলাকার উপজেলা নির্বাচন কমিশন অফিসে উপস্থিত হন। এরপর, দায়িত্বরত কর্মকর্তাকে জানান যে আপনার ভোটার একাউন্ট লক হয়ে গেছে। তারপর, তারা আপনাকে সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট পাঠিয়ে দিবে।
অতঃপর, সংশ্লিষ্ট কর্মকর্তা আপনার থেকে এনআইডি কার্ডের নাম্বার বা ফরম নাম্বার, জন্ম তারিখ, ঠিকানা এবং পিতা-মাতার নাম চাইতে পারে। অতঃপর, তারা আপনার দেয়া তথ্য যাচাই-বাছাই করে একাউন্টটি আপনার কিনা তা নিশ্চিত হয়ে একাউন্ট আনলক করে দিবে।
এই তিনটি পদ্ধতি থেকে যেকোনো একটি অনুসরণ করে আপনার NID একাউন্ট আনলক করে নিতে পারবেন। একাউন্ট আনলক হওয়ার পর নতুন করে অ্যাকাউন্ট নিবন্ধন করার সময় ঠিকানা ভুল দিবেন না। তাহলে একাউন্ট আবারও লক হয়ে যাবে।
শেষ কথা
NID একাউন্ট লক হলে করণীয় কি এবং এনআইডি একাউন্ট লক হলে কিভাবে একাউন্ট আবারও আনলক করতে হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি এই পোস্টে। যাদের এনআইডি একাউন্ট লক হয়ে গেছে, তারা পোস্টে উল্লিখিত পদ্ধতিগুলো থেকে যেকোনো একটি অনুসরণ করুন।