স্মার্ট কার্ড হয়েছে কিনা চেক করতে চাচ্ছেন? স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার পদ্ধতি জানতে পারবেন এই পোস্টে।
আপনি যদি অনেক আগে ভোটার হওয়ার পরেও এখনো স্মার্ট আইডি কার্ড না পেয়ে থাকেন, তাহলে স্মার্ট কার্ড কবে পাবেন জানার জন্য Smart Card Status চেক করতে পারেন। এতে করে, স্মার্ট কার্ড বিতরণের তারিখ, বিতরণ কেন্দ্রের নাম সহ বিস্তারিত তথ্য জানতে পারবেন।
তো চলুন, কিভাবে অনলাইনে স্মার্ট আইডি কার্ড চেক করতে হয় বিস্তারিত জেনে নেয়া যাক।
এই পোস্টের বিষয়বস্তু
স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক
স্মার্ট কার্ড হয়েছে কিনা চেক করার জন্য https://services.nidw.gov.bd/nid-pub/card-status এই লিংকে ভিজিট করুন। এনআইডি কার্ডের নাম্বার বা NIDFN লিখে ফাঁকা না রেখেই ফরম নাম্বার লিখুন। DD-MM-YYYY ফরম্যাটে জন্ম তারিখ লিখে ক্যাপচা পূরণ করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন।
এই পদ্ধতি অনুসরণ করলে আপনার স্মার্ট ভোটার আইডি কার্ড তৈরি হয়েছে কিনা জানতে পারবেন এবং কবে আপনার স্মার্ট কার্ডটি বিতরণ করা হবে সেটি দেখতে পারবেন। পাশাপাশি, স্মার্ট কার্ড বিতরণ কেন্দ্রের নাম উল্লেখ করা থাকবে। তাই, উক্ত স্থানে গিয়ে আপনার Smart NID Card সংগ্রহ করতে পারবেন।
স্মার্ট এনআইডি কার্ড তৈরি হয়েছে কিনা যাচাই করার জন্য নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করতে পারেন —

- ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/card-status ওয়েবসাইট
- এনআইডি নাম্বার লিখুন অথবা NIDFN লিখে ফরম নাম্বার লিখুন
- জন্ম তারিখ লিখুন দিন-মাস-বছর ফরম্যাটে
- ক্যাপচা কোড পূরণ করুন এবং সাবমিট বাটনে ক্লিক করে স্মার্ট কার্ড চেক করুন
এই ধাপগুলো অনুসরণ করে আপনার স্মার্ট ভোটার আইডি কার্ড স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন। স্মার্ট কার্ড তৈরি হলেও জানতে পারবেন। তৈরি না হলে সেটিও এখানে দেখানো হবে।
এসএমএস এর মাধ্যমে স্মার্ট কার্ড চেক
এসএমএস এর মাধ্যমে স্মার্ট আইডি কার্ড স্ট্যাটাস চেক করতে মোবাইলের ম্যাসেজ অপশনে যান। SC স্পেস NID স্পেস NID Number লিখে 105 নাম্বারে ম্যাসেজটি সেন্ড করুন। তাহলে ফিরতি ম্যাসেজে স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা এবং বিতরণের তারিখ ও বিতরণ কেন্দ্রের নাম জানিয়ে দেয়া হবে।
উদাহরণ — SC NID 874652728 এভাবে ম্যাসেজ লিখে সেন্ড করুন 105 নাম্বারে।
এছাড়া, আপনি চাইলে ভোটার স্লিপে থাকা ফরম নাম্বার ব্যবহার করেও এই পদ্ধতিতে Smart NID Card Status Check করতে পারবেন। নিচে এটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
ফরম নাম্বার দিয়ে এসএমএস এর মাধ্যমে স্মার্ট কার্ড চেক
ফরম নাম্বার দিয়ে এসএমএস এর মাধ্যমে স্মার্ট আইডি কার্ড চেক করতে ম্যাসেজ অপশনে যান। SC স্পেস F স্পেস Form Number স্পেস DD-MM-YYYY ফরম্যাটে জন্ম তারিখ লিখে সেন্ড করুন 105 নাম্বারে। তাহলে ফিরতি ম্যাসেজে স্মার্ট কার্ড হয়েছে কিনা জানিয়ে দেয়া হবে।
উদাহরণ — SC F 3374827299 31-11-1989 এভাবে লিখে সেন্ড করুন 105 নাম্বারে।
যারা অনেক আগে ভোটার হয়েছেন এবং স্মার্ট কার্ড পাননি, তারা এই পদ্ধতি অনুসরণ করে স্মার্ট কার্ড বিতরণের তারিখ জানতে পারবেন। যারা ইতোমধ্যে স্মার্ট কার্ড পেয়েছেন, তারা এই পদ্ধতি অনুসরণ করলে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে এমন একটি স্ট্যাটাস দেখাবে।
শেষ কথা
স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার পদ্ধতি নিয়ে এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যারা স্মার্ট কার্ড পাননি, তারা পোস্টে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করলে আপনার স্মার্ট আইডি কার্ডটি কবে পাবেন এবং স্মার্ট কার্ড বিতরণ কেন্দ্রের নাম সহ বিস্তারিত তথ্য জানতে পারবেন।
এসএমএস এর মাধ্যমে এবং অনলাইনে Smart NID Card Status চেক করার পদ্ধতি এখানে শেয়ার করা হয়েছে। তাই, আপনি যেকোনো একটি পদ্ধতি অনুসরণ করেই আপনার আইডি কার্ড স্ট্যাটাস জেনে নিতে পারবেন।