১৩ সংখ্যা বা ১৭ সংখ্যার এনআইডি কার্ড প্রয়োজন? ১০ সংখ্যার এনআইডি কার্ড থেকে ১৩ সংখ্যা বা ১৭ সংখ্যার এনআইডি কার্ডের নাম্বার বের করার পদ্ধতি জানতে পারবেন এখানে।
আপনার স্মার্ট আইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের অনলাইন কপিতে নিশ্চয়ই ১০ সংখ্যার নাম্বার রয়েছে। কিন্তু, আপনার যদি ১৩ সংখ্যা বা ১৭ সংখ্যার এনআইডি কার্ডের নাম্বার প্রয়োজন হয়, তাহলে কী করবেন?
ছোট্ট একটি পদ্ধতি অনুসরণ করে আমরা ১০ সংখ্যার এনআইডি নাম্বার থেকে ১৩ সংখ্যা বা ১৭ সংখ্যা বের করতে পারবো। বিস্তারিত জানতে শেষ অব্দি পড়ুন।
এই পোস্টের বিষয়বস্তু
১০ সংখ্যার NID থেকে ১৭ সংখ্যার এনআইডি
১০ সংখ্যার NID থেকে ১৭ সংখ্যার এনআইডি নাম্বার বের করার জন্য মোবাইলে Bar Code Scanner অ্যাপটি ইনস্টল করুন। গুগল প্লে স্টোরে গিয়ে Bar Code Scanner লিখে সার্চ করে অ্যাপটি ইনস্টল করতে পারবেন।
এরপর, অ্যাপটি ওপেন করে পারমিশন দিয়ে দিন। অতঃপর, ক্যামেরা ওপেন হলে ক্যামেরা দিয়ে আপনার ১০ সংখ্যার এনআইডি কার্ডের পিছনে থাকা Bar Code টি স্ক্যান করুন।
বার কোড স্ক্যান করার পর বেশ কিছু কোড দেখতে পারবেন উক্ত অ্যাপে। কোডগুলোর মাঝে থেকে <pin></pin> লেখার মাঝে থাকা ১৭ ডিজিটের কোডটিই হচ্ছে আপনার এনআইডি কার্ডের ১৭ ডিজিটের নাম্বার।
<pin></pin> লেখার মাঝের কোডটি কপি করে নিন। এটি দিয়ে আপনার কাজ করতে পারবেন সহজেই।
১০ সংখ্যার NID থেকে ১৩ সংখ্যার এনআইডি
১০ সংখ্যার NID থেকে ১৩ সংখ্যার এনআইডি নাম্বার বের করার জন্য গুগল প্লে স্টোর ওপেন করুন। Bar Code Scanner অ্যাপটি ইনস্টল করে নিন। ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন করে সকল পারমিশন দিন।
এখন, স্ক্যানার অ্যাপটি দিয়ে আপনার এনআইডি কার্ডের পিছনে থাকা বার কোডটি স্ক্যান করুন। স্ক্যান করলে অ্যাপে বেশ কিছু কোড/নাম্বার দেখতে পারবেন। এখানে <pin></pin> লেখার মাঝে ১৭ ডিজিটের একটি কোড পাবেন। উক্ত কোডটি কপি করুন।
কপি করা কোডটি থেকে প্রথম চারটি কোড বাদ দিতে হবে। তাহলে, ১৩ ডিজিটের ভোটার আইডি কার্ডের নাম্বার পেয়ে যাবেন।
একইভাবে আপনার ১৩ ডিজিটের এনআইডি কার্ডের নাম্বার থেকে ১৭ ডিজিট করতে পারবেন। এজন্য, ১৩ ডিজিট এনআইডি নাম্বারের সামনে জন্ম সাল লিখতে হবে। জন্ম সাল লিখলে ১৭ ডিজিটের এনআইডি নাম্বার পেয়ে যাবেন।
যারা নতুন ভোটার হয়েছেন, তারা ১০ ডিজিটের এনআইডি কার্ডের নাম্বার থেকে ১৩ ডিজিট বা ১৭ ডিজিটের এনআইডি নাম্বার বের করতে পারবেন।
এছাড়াও, যারা পূর্বে স্মার্ট আইডি কার্ড সংগ্রহ করার সময় ১৩/১৭ ডিজিটের এনআইডি কার্ড জমা দিয়েছিলেন, তারা একই পদ্ধতি অনুসরণ করে ১৩/১৭ ডিজিটের এনআইডি নাম্বার বের করতে পারবেন।
শেষ কথা
১০ সংখ্যার NID থেকে ১৭ সংখ্যার এনআইডি বের করার নিয়ম শেয়ার করেছি এই পোস্টে। যাদের ১৩ ডিজিট বা ১৭ ডিজিট এনআইডি কার্ডের নাম্বার প্রয়োজন, তারা পোস্টে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করলে ১০ ডিজিটের এনআইডি নাম্বার থেকে ১৩/১৭ ডিজিটের নাম্বার বের করতে পারবেন।