ভোটার আইডি কার্ড সংশোধনের আবেদন করেছেন কিন্তু এখন আবেদন বাতিল করতে চাচ্ছেন? NID সংশোধন আবেদন বাতিল করার নিয়ম জানতে পারবেন এই পোস্টে।

ভোটার আইডি কার্ড সংশোধন আবেদন করার পর যদি কোনো কারণে উক্ত আবেদনটি বাতিল করার প্রয়োজন পড়ে, তাহলে নির্বাচন কমিশন অফিস বরাবর একটি আবেদন পত্র লিখতে হবে। আবেদন করার পর তারা আপনার আবেদনটি বাতিল করে দিবে।

তবে, যেকোনো সময় আবেদন করলে হবেনা। কিভাবে সংশোধন আবেদন বাতিল করতে হবে জানতে শেষ অব্দি পড়ুন।

NID সংশোধন আবেদন বাতিল করার নিয়ম

এনআইডি সংশোধন আবেদন করার পর আবেদনটি ক্যাটাগরিতে ভাগ হতে কিছুটা সময় লাগে। ক্যাটাগরিতে ভাগ হওয়ার পর আবেদন অনুমোদন হয়। ক্যাটাগরিতে ভাগ হওয়ার পূর্বেই আপনার ভোটার আইডি কার্ড সংশোধনের আবেদনটি বাতিল করার জন্য আবেদন করতে হবে।

ক্যাটাগরিতে ভাগ হওয়ার পর আবেদন করলে আবেদনটি অনুমোদন হবেনা। তাই, আবেদন করে রাখলে NID কার্ড সংশোধন আবেদনটি বাতিল হয়ে যাবে।

আবেদন করার জন্য আপনার ভোটার আইডি কার্ডের তথ্য এবং সংশোধন আবেদনের তথ্য দিয়ে একটি আবেদন পত্র লিখুন। এরপর, আবেদন পত্রটি জমা দিন উপজেলা নির্বাচন কমিশন অফিসে। সংশোধন আবেদন ক্যাটাগরিতে বিভক্ত হওয়া মাত্রই আপনার সংশোধন আবেদন বাতিল হয়ে যাবে।

NID সংশোধন আবেদন বাতিলের আবেদনপত্র

NID সংশোধন আবেদন বাতিল করার জন্য আপনার নাম, পিতার নাম, জন্ম তারিখ এবং এনআইডি কার্ডের নাম্বার দিয়ে একটি আবেদনপত্র লিখুন। আবেদন পত্রে আইডি কার্ড সংশোধন আবেদনের তারিখ এবং কারণ উল্লেখ করুন। এছাড়া, আবেদনটি কেন বাতিল করতে চান সেটিও উল্লেখ করুন।

অতঃপর, আবেদনটি প্রেরণ করুন উপজেলা নির্বাচন কমিশন অফিস বরাবর। তাহলে, আপনার আবেদনের প্রেক্ষিতে তারা ভোটার আইডি কার্ড সংশোধন আবেদন বাতিল করে দিবেন।

জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন বাতিল করার জন্য যে পদ্ধতিতে আবেদন পত্র লিখতে হবে তার একটি নমুনা নিম্নে উল্লেখ করে দেয়া হয়েছে।

তারিখ: ০২/০৩/২০২৫
বরাবর,
উপজেলা নির্বাচন কমিশন অফিসার
কুমিল্লা সদর, কুমিল্লা

বিষয়: NID সংশোধন আবেদন বাতিল করার আবেদন

মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি বাঁধন রহমান, পিতা: বাদল রহমান, গ্রাম/মহল্লা: মুন্সিপাড়া, ডাকঘর: মুন্সিপাড়া-৬৪০০, জেলা: কুমিল্লা সদর, বিগত ২৭/০২/২০২৫ তারিখে অনলাইনে আমার NID কার্ড সংশোধনের জন্য আবেদন করেছিলাম। আমার NID কার্ডের নম্বর 1234567890, জন্মতারিখ: 05-11-2001 । সংশোধন আবেদনটি এখনো পেন্ডিং অবস্থায় আছে।

বিশেষ কিছু কারণে আমি সংশোধন আবেদনটি বাতিল করতে ইচ্ছুক। অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, NID সংশোধন আবেদনটি বাতিল করে আমাকে বাধিত করবেন।

বিনীত নিবেদক –
নাম: বাঁধন রহমান
NID No: 1234567890
মোবাইল: 01812324568

উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে জাতীয় পরিচয় পত্র সংশোধনের আবেদন বাতিল করার জন্য আবেদন করতে পারবেন। আবেদন বাতিল করার জন্য যত দ্রুত সম্ভব আবেদন করতে হবে। ক্যাটাগরিতে ভাগ হয়ে যাওয়ার পর আবেদনটি বাতিল করা হবে।

NID সংশোধন আবেদন বাতিল ফরম PDF

এনআইডি কার্ড সংশোধন আবেদন বাতিল করার জন্য যে আবেদনপত্র লিখতে হয় তার একটি নমুনা ইতোমধ্যে উপরে সংযুক্ত করে দেয়া হয়েছে। এছাড়া, নিম্নে সংশোধন আবেদন বাতিলের আবেদন পত্রের একটি নমুনা PDF ফাইল আকারে দেয়া হয়েছে।

নিম্নোক্ত আবেদনের নমুনাটি ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে এটি আপনার তথ্য দিয়ে পূরণ করে নির্বাচন কমিশন অফিস বরাবর জমা দিতে পারেন।

ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন। এরপর, প্রিন্ট করে নিয়ে আপনার তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করে নির্বাচন কমিশন অফিসে জমা দিন।

ভোটার আইডি কার্ড সংশোধনে আবেদনটি ক্যাটাগরিতে ভাগ হলে আপনার আবেদনটি বাতিল করে দেয়া হবে।

শেষ কথা

ভোটার আইডি কার্ড সংশোধন আবেদন বাতিল করার পদ্ধতি শেয়ার করা হয়েছে এই পোস্টে। যারা এনআইডি কার্ডের তথ্য সংশোধন করতে আবেদন করেছেন কিন্তু এখন আবেদন বাতিল করতে চান, তাদের জন্য এই পোস্টটি গুরুত্বপূর্ণ হবে বলে আশা করছি।

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *