ভোটার আইডি কার্ড হয়েছে কিনা চেক করতে চান? ফরম নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে এনআইডি কার্ড চেক করার সহজ পদ্ধতি জানতে পারবেন এই পোস্টে।

নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করার পর কিছুদিন পর ছবি তোলা এবং বায়োমেট্রিক তথ্য প্রদান করার জন্য ডাকা হয়। ছবি তোলার পর অনেককেই এসএমএস করে তাদের এনআইডি কার্ডের নাম্বার জানিয়ে দেয়া হয়। যারা এসএমএস পায়, তারা এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারেন।

কিন্তু, অনেকেই এসএমএস পায়না। সেক্ষেত্রে, ভোটার স্লিপে থাকা ফরম নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আইডি কার্ড চেক করে দেখতে হয় তৈরি হয়েছে কিনা। বিস্তারিত পদ্ধতি জানতে শেষ অব্দি পড়ুন।

ভোটার আইডি কার্ড চেক

ভোটার আইডি কার্ড হয়েছে কিনা চেক করার জন্য services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। রেজিস্টার করুন নামে একটি বাটন পাবেন, ক্লিক করুন। ভোটার একাউন্ট নিবন্ধন ফরমটি পূরণ করুন। ক্যাপচা পূরণ করে সাবমিট করুন। পপআপ আসলে এবং বহাল বাটন থাকলে বুঝতে হবে আপনার আইডি কার্ড তৈরি হয়েছে।

ভোটার একাউন্ট নিবন্ধন ফরমটি পূরণ করার জন্য প্রথম ঘরে NIDFN লিখুন এবং ফাঁকা না রেখে পাশেই ফরম নাম্বার লিখুন। উদাহরণ – NIDFN45368282 । এরপর, দিন-মাস-বছর এভাবে জন্ম তারিখ লিখুন। আপনার জন্ম তারিখ যদি ০৯ জানুয়ারি, জুন ২০০২ হয়, তাহলে এভাবে লিখুন — 09-06-2002 ।

এরপর, ছবিতে দেখানো ক্যাপচা কোডটি নিচের ঘরে লিখুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করার পর যদি পপআপ আসে এবং একাউন্ট নিবন্ধন করতে বলে, তাহলে বুঝতে হবে আপনার এনআইডি কার্ড তৈরি হয়েছে।

কিন্তু, পপআপ না এসে কোনো ইরর দেখালে বুঝতে হবে অন্য কোনো সমস্যা হয়েছে। এক্ষেত্রে, অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত। একটু পর আবার চেষ্টা করুন। এই সমস্যাটি দেখাতে পারে কিংবা NID ফরম নাম্বার ভুল দিয়েছেন এই সমস্যাটি দেখাতে পারে।

লিংকগুলোতে ক্লিক করে এসব সমস্যা কিভাবে সমাধান করতে হয় বিস্তারিত জেনে নিতে পারবেন।

ভোটার আইডি কার্ড চেক করার উপায় ২০২৫

ভোটার আইডি কার্ড চেক
  • ভিজিট করুন services.nidw.gov.bd ওয়েবসাইট এবং রেজিস্টার করুন বাটনে ক্লিক করুন
  • প্রথম ঘরে NIDFN লিখুন এবং ফাঁকা না রেখে পাশেই ফরম নাম্বার লিখুন
  • DD-MM-YYYY ফরম্যাটে জন্ম তারিখ লিখুন
  • ছবিতে প্রদর্শিত ক্যাপচা কোডটি লিখে সাবমিট বাটনে ক্লিক করুন
  • পপআপ আসলে বুঝতে পারবেন আপনার ভোটার আইডি কার্ড তৈরি হয়েছে

এই পদ্ধতি অনুসরণ করে আপনার ভোটার আইডি কার্ড অনলাইনে এসেছে কিনা চেক করে দেখতে পারবেন। আইডি কার্ড অনলাইনে আসলে, বহাল বাটনে ক্লিক করার মাধ্যমে এনআইডি একাউন্ট রেজিস্টার করে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারবেন।

SMS এর মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক

এসএমএস এর মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক করতে মোবাইলের ম্যাসেজ অপশন ওপেন করুন। এরপর, NID স্পেস Form Number স্পেস DD-MM-YYYY লিখে 105 নাম্বারে ম্যাসেজ সেন্ড করুন। তাহলে, ফিরতি ম্যাসেজে আপনার ভোটার আইডি কার্ড হয়েছে কিনা জানিয়ে দেয়া হবে।

ভোটার আইডি কার্ড চেক করার জন্য যেভাবে এসএমএস লিখবেন — NID 1244566787 31-12-2001 । এরপর, ম্যাসেজটি 105 নাম্বারে সেন্ড করুন।

এই পদ্ধতি অনুসরণ করতে হলে যে সিম থেকে এসএমএস সেন্ড করবেন, সেটিতে ৩ টাকা ব্যালেন্স থাকতে হবে। এসএমএস সেন্ড করার পর, আপনার আইডি কার্ড তৈরি হয়ে থাকলে আইডি কার্ডের নাম্বার জানিয়ে দেয়া হবে। আইডি কার্ড তৈরি না হলে সেটিও জানিয়ে দেয়া হবে।

অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করার পদ্ধতি কিংবা এসএমএস এর মাধ্যমে আইডি কার্ড চেক করার পদ্ধতি থেকে যেকোনো একটি পদ্ধতি অনুসরণ করুন কিংবা দুইটি পদ্ধতিই অনুসরণ করতে পারেন।

শেষ কথা

অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করার পদ্ধতি এবং এসএমএস এর মাধ্যমে এনআইডি কার্ড চেক করার পদ্ধতি বিস্তারিত আলোচনা করেছি এই পোস্টে। যারা ভোটার নিবন্ধন করেছেন কিন্তু এখনো ভোটার আইডি কার্ড পাননি, তারা এই পদ্ধতি অনুসরণ করে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারবেন।

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *